ওমরাহ পালন করলেন শাহরুখ খান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২২, ১১:৪৪ পিএম

ওমরাহ পালন করলেন শাহরুখ খান

বলিউডের বাদশাহ শাহরুখ খান পবিত্র মক্কা গিয়েছিলেন ওমরাহ পানল করতে। শাহরুখকে এমন অবতার দেখে কোনও এক ভক্ত চিনে ফেলেন। অতঃপর ক্যামেরাবন্দি করতেও পিছপা হননি তিনি। শাহরুখ খানের এই ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়৷ সোশ্যাল মিডিয়াতে শাহরুখ খানকে এই পোশাকে দেখে অবাক অনেক ভক্ত৷



পরনে শুধু সাদা থান। শরীরের কিছু অংশ খোলা। উসকোখুসকো চুল। মুখে মাস্ক। একনজরে দেখে চেনাই দায় যে ইনি বলিউডের কিং খান।

প্রসঙ্গত, সৌদি আরবে ডাঙ্কি-র শ্যুট করতে গিয়েছিলেন শাহরুখ খান। বুধবার রাতের দিকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। শ্যুট লোকেশন থেকেই ধন্যবাদ জানান সৌদি আরবের সংস্কৃতিক মন্ত্রণালয়কে। সঙ্গে ছবির টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।

Link copied!