নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২০ জুন)মাহবুব তালুকদারের একান্ত সচিব এনাম উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এনাম উদ্দীন জানান, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি এবং শারিরীক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে তার করোনা শনাক্ত হয়।এখন তিনি কেবিনে চিকিৎসাধীন।
মাহবুব তালুকদার গণমাধ্যমকে বলেছেন, ‘আমার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
মুহাম্মদ এনাম উদ্দিন গণমাধ্কেযমকে আরও জানান, মাহবুব তালুকদার কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।
মাহবুব তালুকদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর সময়ে তিনি তার জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেস সচিব (উপসচিব) এর দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাকে তদানীন্তন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয় যা পরবর্তীকালে বিসিএস প্রশাসন হিসেবে রূপান্তরিত হয়। একসময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের পদে কর্মরত ছিলেন।