ঢাকার মঞ্চে নাচলেন না নোরা ফাতেহি, হতাশ দর্শক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২, ০২:১৫ পিএম

ঢাকার মঞ্চে নাচলেন না নোরা ফাতেহি, হতাশ দর্শক

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।  সাকি সাকি থেকে শুরু করে কুসু কুসু, দিলবার দিলবার সহ আরোও অনেক গানে তাঁর বেলি ড্যান্স দিয়ে জয় করেছেন দর্শকের মন। তাঁর সৌন্দর্য যেন তাঁর নৃত্যে। তাঁর মনমুগ্ধকর বেলি ড্যান্স সকলেরি প্রিয়। কিন্তু বাংলাদেশে এসে কোন ধরনের ড্যান্স পারফমেন্স করেননি নোরা ফাতেহি। এতে হতাশা নিয়ে বের হয়েছে দর্শকরা।

বিভিন্ন জটিলতা এবং অনিশ্চয়তার  অবসান ঘটিয়ে অবশেষে গতকাল বাংলাদেশের মঞ্চে এসেছিলেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ অংশ নেন তিনি। অনুষ্ঠানে মনোনীত নারীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন এবং একটি ডকুমেন্টারির শুটেও অংশ নেন তিনি।

দর্শকদের উল্লাস দেখে উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে নোরা ফাতেহি বলেন, ‘লাভলি এনার্জি গাইজ, লাভলি’ এছাড়াও তাঁর অনুভুতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি।’

বহুদিন ধরেই তার বাংলাদেশে আসা নিয়ে বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি হতে হয়েছে আয়োজকদের। ছিল বিভিন্ন রকম বিধি নিষেধ।  অবশেষে ৫ শর্তে ঢাকায় আসার অনুমতি পায় নোরা। শর্তে বলা হয়েছিল ডকুমেন্টারি শুট ছাড়া কোন ধরনের অনুষ্ঠানেই পারফরম্যান্স করতে পারবেনা নোরা।যার ফলে ডান্স পারফর্মেন্স করতে পারেনি নোরা। এ নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেন টিকিট কেটে নোরাকে দেখতে যাওয়া দর্শকেরা। আজকের আয়োজনে নোরাকে দেখার জন্য ১৫০০০ টাকার টিকিট, ১০,০০০ টাকার টিকিট এবং ৫০০০ টাকার টিকিট ছিল। যারা টিকিট কেটে গেছেন তাদের সকলকেই হতাশা নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

একজন দর্শক বেশ হতাশা নিয়ে দ্যা রিপোর্টকে জানান, আমার পুরো টাকাই জলে গেছে। ১৫০০০০ টাকা খরচ করে আসতাম না যদি জানতাম নোরা নাচবেনা। আরেক দর্শক জানান, নোরার আসল সৌন্দর্য তারঁ নাচে, স্টিল দাঁড়িয়ে থাকা নোরাকে মানায়নি।

আয়োজক বলেন, আমি নিজেও হতাশ। যেরকম আয়োজন করতে চেয়েছিলাম সেরকম করতে পারিনি। কিছু কুচক্রী মহল আমাকে বাধা দিয়েছে। নারীদের সব কাজেই বাধার মুখোমুখি হতে হয়। তবুও সব বাধা পেরিয়ে আমি সফল হয়েছি তাই আমি আনন্দিত। আয়োজক আরো জানান, টিকিট কেটে বেশি মানুষ আসেনি যেরকম তিনি আশা করেছিলেন এবং মিনিসোতে টিকিট বিক্রির সময় ৩ বার আইনি বাধার কারণে বিক্রি বন্ধ করতে হয়েছিল। সল্প বিক্রির জন্য অনুষ্ঠানের দিন টিকিটের মূল্য হ্রাস করে ৩০০০ টাকা করা হয়েছিল যেন সকলে নোরাকে দেখার সুযোগ পায়।

নোরা ফাতেহি অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরা।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পূজা চেরি এবং সাবিলা নুর অংশগ্রহণ করেন। পূজা ফ্যাশন শোতে অংশগ্রহণ করে এবং নোরার হাত থেকে এওয়ার্ড নেন।

অনুষ্ঠানের আগের দিনও নোরার ঢাকায় আসা নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন ছড়ায়। তবে শেষ পর্যন্ত তাকে ঢাকায় আনতে পেরে আয়োজকরা খুশি, ধন্যবাদও জানিয়েছেন সরকারকে।।

Link copied!