আগামী সেপ্টেম্বর মাস থেকে রাশিয়ার তৈনি করোনা ভাইরাসের টিকা স্পুটনিক ভি-এর উৎপাদন করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরইমধ্যে সেরামকে স্পুটনিক ভি তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক দফতর। মঙ্গলবার (১৩ জুলাই) ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার টিকা স্পুটনিক ভি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও হাতে পেয়েছে সেরাম ইনস্টিটিউট। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩শ' মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, সেপ্টেম্বরের মধ্যেই সেরাম থেকে রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ ছাড়া পাবে।
এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সংক্রমণ কমলেও একদিনের ব্যবধানে লাফিয়ে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৪৩। গত কয়েকমাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। তবে একদিনেই নতুন করে আরও দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০ জন করোনা সংক্রমণে মারা গেছে। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই মারা গেছে ১ হাজার ৪৮১ জন।
করোনায় এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। প্রায় দু'সপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল এক হাজারের কম। মহারাষ্ট্র এবং কেরালায় একদিনে মৃত্যু হয়েছে শতাধিক। বাকি সব রাজ্যেই তা ছিল ১শ'র কম।
দেশে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা ২ শতাংশের নিচে নেমেছে। এর সঙ্গে দেশের সক্রিয় রোগী কম হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৭৭৮। এখন পর্যন্ত ভারতে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন।
ইতোমধ্যেই ৩৯ কোটি ৪৬ লাখ মানুষকে ভ্যাকসিন দিয়েছে ভারত। চলতি বছরের শেষ নাগাদ দেশের ১০৮ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা গ্রহন করেছে মোদি সরকার।
সূত্র: এনডিটিভি।