আগস্ট ৫, ২০২১, ১১:১৭ পিএম
দেশের কল-কারখানা লাগাতার বন্ধ রাখলে পশ্চিমা ব্র্যান্ডগুলো তাদের অর্ডার অন্য দেশে নিয়ে যেতে পারে, এই শঙ্কা থেকেই সরকার দেশব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই এসব কারখানা খোলার নির্দেশ দিয়েছে। সরকারের ঘোষণার পরেই কয়েক লাখ গার্মেন্টকর্মী বড় বড় শহরগুলোতে ফিরেছেন। ফলে মারাত্মক সংক্রমণের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেন স্টেশনে উপচে পড়ে তাদের ভিড়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবশালী গার্মেন্টস কারখানাগুলোর মালিকরা সতর্কতা দিয়ে বলেছেন, যদি সময়মতো বিদেশি ব্র্যান্ডগুলোর অর্ডার শেষ করা না যায়, তাহলে বিপর্যয় নেমে আসবে। ফলে কারখানা খুলে দেয়ার নির্দেশ পেয়ে কয়েক লাখ কর্মী, যারা পবিত্র ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তারা আবার ফিরতে শুরু করেন। লকডাউন ভঙ্গ করে ট্রেন, বাস ও ফেরিতে করে ঢাকামুখী হন। অন্যরা বর্ষাকালীন বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটে রওনা দেন।
এর আগে চলতি সপ্তাহের রবিবার সরকার দেশের ৪৫০০ গার্মেন্ট কারখানাকে খুলে দেয়ার নির্দেশ দেয়। এতে কাজ করেন কমপক্ষে ৪০ লাখ মানুষ। সঙ্গে সঙ্গে শিল্পনগরীগুলোতে ওইসব মানুষের ঢল নামতে শুরু করে।
এছাড়া ইউরোপ এবং উত্তর আমেরিকায় শীর্ষ স্থানীয় ব্য্রান্ডগুলোতে সরবরাহ দেয় এমন বৃহৎ কিছু কারখানাকে জাতীয় পর্যায়ে লকডাউনের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।