আগ্রাসী রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে ‘সিত্রাং’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২২, ০৭:৩২ পিএম

আগ্রাসী রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে ‘সিত্রাং’

ক্রমশ শক্তি বাড়িয়ে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে আন্দামান সাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোনদিকে তা এখনও জানাতে পারেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এটি আছড়ে পড়তে পারে বলেও অধিদপ্তর জানায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। পরে তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে, ভারতের কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

পশ্চিমবঙ্গ , আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, রবিবার থেকেই রাজ্যের উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে আকাশের মুখ ভার হতে শুরু করবে৷ তিন জেলারই উপকূল লাগোয়া এলাকায় শুরু হবে হাল্কা বৃষ্টি৷

সোমবার থেকেই অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে৷ শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া৷ উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এর পাশাপাশি উপকূলের তিন জেলা দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷

অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে৷

 

 

Link copied!