ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ধর্ষণের শিকার চাকমা নারী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৩, ০৭:৪০ পিএম

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ধর্ষণের শিকার চাকমা নারী

রাঙামাটির লংগদু উপজেলায় চাকমা সম্প্রদায়ের এক নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনায় ওই নারীর স্বামী দুজনকে আসামি করে শুক্রবার মামলা করেছেন বলে জানান লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন।

অনলাইন মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্যমতে, আসামিরা হলেন- উপজেলার আটারকছড়া ইউনিয়নের আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং রুবেল মিয়া (২৩)।

মামলায় অভিযোগ করা হয়, ওই নারী (২৫) ঈদের দিন সকালে তার দুই বৃদ্ধ-বৃদ্ধা আত্মীয়ের সঙ্গে পরিচিত একজনের বাড়িতে দাওয়াত খেতে যান। সারাদিন তারা সেই পরিবারের সঙ্গে ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী আসামিরা তাদের পথ আগলে দাঁড়ায়।

আসামিরা দুই বৃদ্ধ ও বৃদ্ধাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে তাদের মধ্যে একজন ওই নারীকে টেনে-হিঁচড়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। অন্যজন তখন পাহারা দিচ্ছিলেন।

ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। তখন পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।  

লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন বলেন, ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

Link copied!