রাজধানীতে প্রতীমা বিসর্জনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০৬:৪০ পিএম

রাজধানীতে প্রতীমা বিসর্জনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতীমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

বুধবার, ০১ অক্টোবর বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্ধারিত সময়ে প্রতীমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মণ্ডপগুলোতে উৎসবমুখরভাবে পূজার আনুষ্ঠানিকতা চলছে।’

ঢাকায় যে ২৫৪টি পূজামণ্ডপে পূজা চলছে সেসব স্থানে রাত্রীকালীন নিরাপত্তায় পূজা আয়োজক কমিটির দুজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আহবানও জানান তিনি।

এবার রাজধানীর মন্দিরগুলোতে চার স্তরে পুলিশি নিরাপত্তার পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত আছে।

Link copied!