গাজায় হামলা বন্ধে জাতিসংঘের পদক্ষেপ চায় ঢাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২১, ১১:৩৬ এএম

গাজায় হামলা বন্ধে জাতিসংঘের পদক্ষেপ চায় ঢাকা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলা ও সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহবান জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (১৬ মে) অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’র (ওআইসি) এক জুরুরি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ওই আহবান জানান। বৈঠকে ওআইসিভূক্ত ৫৭ টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

ওই সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মনে করে নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার কোনো অজুহাত থাকতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবাধিকারের ভিত্তিতে কোনো মানুষের প্রার্থনার সময় হামলা কিংবা প্রার্থনায় বিঘ্ন ঘটানোর কোনো যুক্তিই থাকতে পারে না। তাকে ন্যায়সঙ্গতও বলা যাবে না।’

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘ প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ ও কোয়ার্টার রোডম্যাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি সমন্বিত ও টেকসই সমাধানে বিশ্বাসী। জাতিসংঘের প্রধান অঙ্গ হিসেবে ইউএনএসসির উচিত পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।’

রবিার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল-কুদস আল শরীফে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলা, পবিত্র আল-আকসা মসজিদে বোমা নিক্ষেপ এবং নামাজরত মুসল্লি ও শেখ জাররাহ আবাসিক এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ওআইসি জরুবৈঠকে বাংলাদেশ জাতিসংঘে ওআইসির পক্ষ থেকে বিবৃতি দেয়ার দাবি উপস্থাপন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মানবতার কল্যাণে কাজ করতে ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে মানবতার পক্ষে জোরালোভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এসময় ফিলিস্তিনে সহিংসতায় হতাহতের জন্য বাংলাদেশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ মে পবিত্র আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইসরায়েলের হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি চিঠি পাঠান।

Link copied!