উত্তর আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে এটি ঘুর্ণিঝড় 'ইয়াশ' এ পরিণত হতে পারে। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই ঘূর্ণিঝড়টি ভূমিতে ওঠার সময় গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৯০ কিলোমিটার।
ভারতের দিকে আঘাতের সম্ভাবনা
লঘুচাপ সৃষ্টি হবার পর এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে।বর্তমানে এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে তবে বাংলাদেশের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে এই ঘূর্ণিঝড়। এই পরিস্থিতে দেশের সকল উপকূলে সর্তকাবস্থা জারি করা হয়েছে।
২৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে
ঘুর্ণিঝড় ইয়াশ বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি লঘুচাপের অবস্থায় রয়েছে। যা রবিবার (২৩ মে) সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে। এরপর আগামী ২৩ থেকে ২৪ এর মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সেখানে ২৬ মে আঘাত হানার কথা বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়টি ভূমিতে ওঠার সময় গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। ।
এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ঘূর্ণিঝড়টি এখনো সৃষ্টিই হয়নি, তাই এখনি স্পষ্ট করে বলা যায় না। তবে আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে।