পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সারাদেশে বইছে উৎসবের আমেজ। এই উৎসবের নিরাপত্তা প্রদানের পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। তবে এই উৎসবের আমেজ ছুয়ে গেছে তাদেরও। এরই পরিপ্রেক্ষিতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম র্যালি শুরু আগে বলেন, বাঙ্গালীর অহংকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং সেই পদ্মা সেতু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। সে আনন্দের ও গৌরবের অংশীদার হিসেবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা
অংশগ্রহন করছি। পুরো জাতির যে আনন্দ সে আনন্দের সাথে আমরা সম্পৃক্ত এবং এবং সেটি এক অংশ হিসেবে আমরা এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করছি। আমরা গর্বিত।
প্রায় ৬. ১৫ কিমি দীর্ঘ এই সেতু উদ্ধোধনী অনুষ্ঠানে লোক সমাগম হবে প্রায় ১০ লাখ। রাজধানীসহ সারাদেশ থেকেই এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে জনতা। অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগরী হতে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।
এছাড়া পদ্মা সেতু যাওয়ার রুট বলে দিয়েছে ডিএমপি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা যেতে হলে
ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।
জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান থেকে যেতে চাইলে
জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।
মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় থেকে যেতে চাইলে
মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং হাটখোলা মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।
কমলাপুর, টিটিপাড়া যেতে চাইলে
কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড়-ইনগেট সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।