পিটার হাস বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ১২:৫২ পিএম

পিটার হাস বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দেশটির বাণিজ্য বিশেষজ্ঞ ও কূটনীতিক পিটার ডি হাসকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (০৯ জুলাই) হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিনেট  পিটার হাসের এই মনোনয়ন নিশ্চিত করলে ঢাকায় মার্কিন দূতাবাসে আর্ল রবার্ট মিলারের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। মার্শা বার্নিকাটের পর আর্ল মিলার ২০১৮ সালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতবাসের প্রধান হিসেবে যোগ দেন।।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পাশাপাশি ভারত, ফ্রান্স, মোনাকো ও চিলিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে এরিক গারসেট্টি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোয়ন দিয়েছেন। লস এঞ্জেলেসের সাবেক মেয়র এরিক গারসেট্টি হতে চলেছেন ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত।

আর্ল রবার্ট মিলারের উত্তরসূরি হতে যাওয়া পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগে উপ সহকারী মুখ্য সচিবের দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য বিষয়ক নানা দায়িত্ব পালন করে আসা পিটার হাস এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাইসহ আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন।

ইংরেজি ছাড়াও জার্মান ও ফরাসি ভাষায় সাবলীল পিটার হাস ফ্রান্সের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের উপমিশন প্রধানের দায়িত্ব পালন করেন। 

বাংলাদেশে নিয়োগ পাওয়া পরবর্তী এই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে থেকে আন্তর্জাতিক ও জার্মান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। আর লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে পলিটিকস অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড কম্পারেটিভ গভর্নমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি নিয়েছেন তিনি।

 

 

Link copied!