ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ভবন ধসে প্রাণ হারিয়েছে অন্তত ছয়টি শিশু। ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার, ২৫ জুলাই সকালে মানোহার থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ায় অন্তত ৬০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ভিতরে আটকা পড়ে যান। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্কুল ভবনটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুঃখজনকভাবে ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ধারণা, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণেই ছাদ ধসে পড়ে থাকতে পারে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘এই দুর্ঘটনা মর্মান্তিক ও গভীরভাবে দুঃখজনক। আমার প্রার্থনা আহতদের দ্রুত সুস্থতার জন্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করছে।’
রাজ্য শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেন, ‘আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিচ্ছি এবং নিশ্চিত করব যেন দোষীদের চিহ্নিত করা হয়। আমি কর্তৃপক্ষকে পরিস্থিতি খতিয়ে দেখার এবং সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করার নির্দেশ দিয়েছি।’