মাইলস্টোন ট্র্যাজেডিতে ‘প্যানিক অ্যাটাক’, হাসপাতালে ভর্তি পরীমণি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ০৩:৫৭ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডিতে ‘প্যানিক অ্যাটাক’, হাসপাতালে ভর্তি পরীমণি

ছবি: সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গতকাল সোমবার রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসেবার প্রয়োজনে আজ মঙ্গলবারও তাকে হাসপাতালে থাকা লাগবেএমনটাই জানিয়েছেন পরীমনির এক ঘনিষ্ঠজন। এদিকে হাসপাতালে ভর্তির খবরটি পরীমনি তার ফেসবুক পেজেও জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি পরীমণি ফেসবুক পোস্টে মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনার বিষয়টিও উল্লেখ করেছেন। 

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ!’

পরীমণির ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন এই নায়িকা। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে চিকিৎসক দ্রুত তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। যাওয়ার পর প্রাথমিক চিকিৎসাসেবা শেষে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে রাতেই ভর্তি হন। আজ মঙ্গলবার দুপুরে পরীমণির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!