প্রতীকী ছবি
ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দলের দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন।
নিহতরা হলেন খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। আবু সাঈদ জামায়াতে ইসলামীর দাকোপ উপজেলা শাখার আমির ছিলেন।
পুলিশ জানায়, তারা খুলনা থেকে একটি মিনি বাসে করে ঢাকায় দলের জাতীয় সমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন। পথে ভাঙ্গা গোলচত্বরে গাড়িটি যাত্রা বিরতি করলে, খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস এসে পেছন থেকে মিনি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনে দাঁড়িয়ে থাকা দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া মিনি বাসের ভেতরে থাকা আরও ৮–৯ জন আহত হন।
ওসি আশফাক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নিহতদের মরদেহ এবং মিনি বাসটি ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।”