নভেম্বর ১৬, ২০২৩, ০৪:২২ পিএম
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়। কে আসলো কে না আসলো... কোন রাজনৈতিক দল আসলো কোন রাজনৈতিক দল আসলো না, সেটা বড় ব্যাপার না। জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। এর কারণ হচ্ছে জনগণই সব ক্ষমতার উৎস।’
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ।
এদিকে বিএনপি ঘোষণা দিয়েছে, তারা নির্বাচনে আসবে না। এ অবস্থায় সরকারের অবস্থান কী-জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান অনুযায়ী আমরা এখন চলবো। সংবিধানের বাইরে আমরা কিছুই করবো না। এর কারণ হচ্ছে জনগণ আমাদের সেই ম্যান্ডেট দেয়নি।’
সংলাপ কি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা অবশ্যই শুনেছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক গতকাল এ বিষয়ে বলেছেন। সেজন্য এটার ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না।’
এ সরকারকে কি নির্বাচনকালীন সরকার বলবো কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। কারণ হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না, যাতে একটা লেবেল প্লেইংফিল্ড থাকে। তারা এমন কিছু করে না যেটাতে সরকার জনগণকে ভোট দিতে আকৃষ্ট করে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। গণতান্ত্রিক উপায়ে সংসদীয়গণতন্ত্রে যেভাবে সরকার চালিত হয়, নির্বাচন ঘোষণার পর সরকার যেভাবে চালিত হবে ঠিক সেভাবেই হবে।’