চলন্ত অ্যাম্বুলেন্সে ভারতীয় নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৫:৩৫ পিএম

চলন্ত অ্যাম্বুলেন্সে ভারতীয় নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুইজন

প্রতীকী ছবি

বিহারের গয়া জেলায় হোম গার্ড নিয়োগ পরীক্ষার সময় অচেতন হয়ে পড়া এক ২৬ বছর বয়সী নারীকে চলন্ত অ্যাম্বুলেন্সে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই, বৌদ্ধগয়ায় বিএমপি ক্যাম্পাসে অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা পরীক্ষার সময়।

পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় ওই নারী অচেতন হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। ওই সময়েই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী নারী জানান, তিনি অচেতন অবস্থায় থাকাকালীন অ্যাম্বুলেন্সের চালক ও এক টেকনিশিয়ান মিলে তাকে ধর্ষণ করে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে বৌদ্ধগয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

গয়া শহরের পুলিশ সুপার রমনন্দ কুমার কৌশল জানান, “২৪ জুলাই বিএমপি বৌদ্ধগয়ায় হোম গার্ড নিয়োগ পরীক্ষার সময় এক নারী প্রার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে ওই নারী অভিযোগ করেন যে অ্যাম্বুলেন্সের চালক ও এক টেকনিশিয়ান তাকে ধর্ষণ করেছে।

তিনি আরও বলেন, “আমরা ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করিয়েছি, অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বক্তব্য সন্তোষজনক নয়। চিকিৎসকের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Link copied!