সুনামি সতর্কতা: জাপান সরাচ্ছে ১৯ লাখ মানুষ, ঢেউয়ে লণ্ডভণ্ড রুশ বন্দর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৪:৩৬ পিএম

সুনামি সতর্কতা: জাপান সরাচ্ছে ১৯ লাখ মানুষ, ঢেউয়ে লণ্ডভণ্ড রুশ বন্দর

ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগর তীরবর্তী অনেক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, নিউ জিল্যান্ড, পেরু ফিলিপিন্স ও মেক্সিকোসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এরই মধ্যে তীর সংলগ্ন ও নিচু এলাকার লোকজনকে উঁচু এলাকায় স্থানান্তর কিংবা অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে।

জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু কিছু এলাকায় এরই মধ্যে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে, কোথাও কোথাও আরও পরে আঘাত হানবে, এ কারণে সাগরের ঢেউ ও এর উচ্চতার দিকে বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় নজর রাখছে।

জাপান তীর সংলগ্ন ১৯ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে, সুনামির ঢেউ একদিনের বেশি সময় ধরে আছড়ে পড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করেছে বলেও জানিয়েছে বিবিসি। 

দেশটিতে উত্তর উপকূলে ৪০ সেন্টিমিটার (প্রায় দেড় ফুট) উঁচু ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে। এই উচ্চতা তিন ফুট পর্যন্ত উঠে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

দেশটির অনেককে উঁচু উঁচু সব ভবনের ছাদে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

হাওয়াইয়ের ওহুর হালেইওয়াতে ৪ ফুট উঁচ্চতার ঢেউ রেকর্ড হয়েছে। মার্কিন কোস্ট গার্ড হাওয়াইয়ের বন্দরগুলো থেকে সব বাণিজ্যিক জাহাজকে সরে যেতে বলেছে। বন্দর অভিমুখী সব জাহাজকে সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমুদ্রে থাকতে বলা হয়েছে।

জাপান এবং হাওয়াইয়ের মাঝে অবস্থিত মিডওয়ে অ্যাটল দ্বীপের মধ্য দিয়ে ৬ ফুট উচ্চতার একটি ঢেউ বয়ে গেছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে সরে থাকতে বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সুনামি ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে ‘মানসিকভাবে দৃঢ় ও নিরাপদে’ থাকতে অনুরোধ করেছেন।

রাশিয়ার শাখালিন অঞ্চল উত্তরের কুরিল দ্বীপপুঞ্জ ও সেভেরো-কুরিলস্ক জেলায় জরুরি অবস্থা জারি করেছে। ভূমিকম্পে একটি বৈদ্যুতিক গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে রুশ বার্তা সংস্থা রিয়া জানিয়েছে।

কুরিল দ্বীপপুঞ্জের মেয়র আলেক্সান্দার ওভসিয়ানিকভ বলেছেন, তীরবর্তী প্রায় সকলকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

সুনামির তিনটি ঢেউয়ে সেভেরো-কুরিলস্ক বন্দর লণ্ডভণ্ড হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। বন্দরে বেঁধে রাখা একাধিক জাহাজ বিচ্ছিন্ন হয়ে ভেসে গেছে বলে জানিয়েছে আরটি।

শহরটির বেশিরভাগ অংশই পানিতে তলিয়ে গেছে। সেখানকার বেশিরভাগ বাসিন্দাই পাহাড়ে আশ্রয় নিয়েছেন এবং সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন, জানিয়েছে বার্তা সংস্থা তাস।

টানা বর্ষণে এমনিতেই বিপর্যস্ত চীন তাদের সুনামি সতর্কতায় বলেছে, পূর্ব উপকূলে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

ফিলিপিন্সের অগ্ন্যুৎপাত ও ভূকম্পন বিষয়ক সংস্থা বুধবার তাদের সুনামি নির্দেশনায় বলেছে, দুপুরের দিকে তাদের তীরে ১ মিটারের কম উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। তারা ২০টির বেশি প্রদেশের বাসিন্দাদেরকে সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকার দিকে না যেতে অনুরোধ করেছে।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ নর্থ সুলাওয়েসি, নর্থ মালুকু, ওয়েস্ট পাপুয়া ও গোরোনতালোর উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। তারা বাসিন্দাদের শান্ত থাকতে ও তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।

পেরু এবং ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে; সাবধানতার অংশ হিসেবে দেশদুটির কিছু এলাকা থেকে অল্প কিছু মানুষকে সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক কেন্দ্র তাদের পূর্বাভাসে জানিয়েছে, কামচাটকায় ভূমিকম্পের ধাক্কায় ইকুয়েডর, হাওয়াইয়ের উত্তর পশ্চিমের দ্বীপগুলো ও রাশিয়ার কোথাও কোথাও তিন মিটারের বেশি উচ্চতার ঢেউ দেখা যেতে পারে।

এক থেকে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে চিলি, কোস্টা রিকা, হাওয়াই, জাপান ও প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপে।

এক মিটারের নিচে ঢেউয়ের দেখা মিলতে পারে অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মেক্সিকো, নিউ জিল্যান্ড, টোঙ্গা ও তাইওয়ানে।

Link copied!