ডিসেম্বর ১, ২০২৪, ০৮:১৭ পিএম
ছয়টি দুর্বল ব্যাংকের জন্য নতুন করে ২২ হাজার কোটি ছাপানোর পরও মূল্যস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই পরিমাণ টাকাকে তিনি ‘চৌবাচ্চার পানি’র সঙ্গে তুলনা করেছেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘যে সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপা হয়েছে তা চৌবাচ্চার পানির মতো। মূল্যস্ফীতিতে এর সামান্যতম প্রভাবও পড়বে না।’
নতুন করে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে তা ছয়টি দুর্বল ব্যাংককে দেওয়া হচ্ছে বলে এর আগে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
গত বৃহস্পতিবার গভর্নর বলেন, ‘আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্যেই এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।’
নতুন করে টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার প্রভাবে বাড়তে থাকা মূল্যস্ফীতির পারদ আরও চড়া হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিনের সংবাদ সম্মেলনে অর্থপাচারে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, ‘ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বের কমিশনের দেওয়া প্রতিবেদন দেখে প্রধান উপদেষ্টা অবাক হয়েছেন। যে লুটপাট হয়েছে তা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো।
“এটা টেক্সটবুকে থাকা উচিত। টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট। এটা সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।”
আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে বছরে পাচার দুই লাখ কোটি টাকা: শ্বেতপত্র প্রণয়ন কমিটি
প্রেস সচিব আরও বলেন, “এটি তিন মাসের একটি প্রতিবেদন। এ পর্যন্ত যে ডেটা পাওয়া গেছে, সে অনুযায়ী তৈরি করা হয়েছে। এটা আরও আপডেট হবে। কীভাবে দেশের টাকা লুটপাট হয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে হবে।”
দেশের অর্থ চুরির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যেকের বিচার হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘চুরির অবশ্যই বিচার হবে। কেউ ছাড় পাবে না।’