সালাহউদ্দিনের অভিযোগ: জুলাই সনদ ও জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে ‘অমিল’, আলোচনার প্রতিফলন নেই

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০১:৪৯ পিএম

সালাহউদ্দিনের অভিযোগ: জুলাই সনদ ও জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে ‘অমিল’, আলোচনার প্রতিফলন নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত রিপোর্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার বাস্তব প্রতিফলন ঘটাতে পারেনি। তিনি বলেন, কমিশনের রিপোর্ট ও গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের মধ্যে “স্পষ্ট অমিল” রয়েছে।

রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে সালাহউদ্দিন বলেন, ”জুলাই  জাতীয় সনদে শুধু কমিশনের প্রস্তাবগুলোই অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলোর সুপারিশ, কোথায় ঐকমত্য হয়েছে বা কোথায় ভিন্নমত ছিল—এসবের কোনো উল্লেখ নেই।”

তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত নথিটি কমিশনের সঙ্গে হওয়া আলোচনার প্রতিফলন ঘটাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু সেটি অনুপস্থিত।

বিএনপি নেতা জানান, জুলাই জাতীয় সনদ সংবিধানের ৪৮টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব যুক্ত করা হয়েছে, যা গণভোটের মাধ্যমে অনুমোদনের কথা বলা হয়েছে। “যদি এটাই আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে, তবে ১১ মাসের কমিশন আলোচনার অর্থ কী?”—প্রশ্ন রাখেন তিনি।

সালাহউদ্দিন বলেন, কমিশনের আলোচনায় বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিশ্চিতে গেজেট প্রকাশের প্রস্তাব দেয়। বেশিরভাগ দল এতে সম্মতি দিলেও পরে কমিশন তা থেকে সরে আসে।

তিনি সতর্ক করে বলেন, “কমিশন ও সরকারের বর্তমান পদ্ধতি ঐকমত্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজন আরও বাড়াবে।”

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন বিএনপি নেতা। জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করাকে তিনি “অগণতান্ত্রিক” আখ্যা দেন।

কমিশনের সঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “আমি প্রায়ই নিজেকে একা মনে করতাম, যেন কেবল আমি বিরোধিতা করছি। মনে হয়েছে কমিশন ও কিছু দল নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছে।”

তিনি দাবি করেন, “যে সব বিষয় এখন গণভোটে তোলার কথা বলা হচ্ছে, তার অনেকগুলোই কমিশনের আলোচনায় কখনো উত্থাপিত হয়নি।”

সালাহউদ্দিন বলেন, “আমি প্রথম গণভোটের প্রস্তাব দিই জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে করার জন্য। তখন বেশিরভাগ দল একমত ছিল। কিন্তু এখন সংবিধানের ৪৮টি ধারা নিয়ে যে গণভোটের কথা বলা হচ্ছে, সেগুলো কোনো দিন কমিশনের আলোচনায় আসেনি।”

বক্তৃতার শেষে তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার যেন সত্যিকারের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করে।

Link copied!