অক্টোবর ২৫, ২০২৫, ০৪:৩৬ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাজ্য, চীন, তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের তদন্তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার।
আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী দল কাজ শুরু করে। তারপরও কোথাও কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতেই চার দেশের বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানোর সম্ভাবনাও বর্তমানে আলোচনাধীন রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সক্ষমতা এবং প্রযুক্তিগত ত্রুটি—সব দিক পর্যালোচনা করবে।