সংসদ ভবনের এলডি হলে এনসিপির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন ও খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।
বৈঠকটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাংবাদিক মনির হায়দার। এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মো. আইয়ুব মিয়া।
সূত্র জানায়, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, এর আইনি কাঠামোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার পর সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানানো হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।