যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু করল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৪:২৬ পিএম

যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু করল বাংলাদেশ

ছবি: পিআইডি

প্রথমবারের মতো বাংলাদেশ জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে। উভয় দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই আমদানি কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

এরই অংশ হিসেবে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নোরস স্ট্রিড’ নামের জাহাজটি আজ শনিবার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে এসে পৌঁছেছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগত চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এই আমদানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৃষিপণ্য বাণিজ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

Link copied!