দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ১১:৩১ এএম

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর

সাভারের আশুলিয়া খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হলের সামনে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর হামলার অভিযোগকে কেন্দ্র করে গতরাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর অশোভন আচরণ থেকে ঘটনাটির সূত্রপাত ঘটে। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ঢুকে ড্যাফোডিলের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই সময় পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।

হামলার ভিডিও ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। প্রক্টরিয়াল টিম ও পুলিশ উত্তেজিতদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। প্রাথমিকভাবে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এবং হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

তবে গভীররাতে উত্তেজনা বৃদ্ধি পেয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভোর সাড়ে চারটার দিকে সিটি ইউনিভার্সিটির বিভিন্ন স্থানে আগুন দেখা যায় বলে এক শিক্ষার্থী জানায়। খবর পাওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপ থাকলেও সংঘর্ষ ও অগ্নিসংযোগ অব্যাহত ছিল; কিছু যানবাহনে আগুন দেয়া ও বেশ কিছু সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনা সম্পর্কে সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান বলেন, “উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমরা বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি।”

 

Link copied!