ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনির কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে দ্রুত ভর্তি করার পরামর্শ দেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক হয়েছে। একই সঙ্গে তিনি হালকা হার্ট অ্যাটাকেও আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আমাদের নিউরোলজি, কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। সাধারণত এ ধরনের রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়।”
অভিনেতা হাসান মাসুদ বর্তমানে হাসপাতালের স্ট্রোক ইউনিটে ভর্তি আছেন বলে জানা গেছে।
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। পরে তিনি সাংবাদিকতায় যোগ দেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিনয়জীবনের শুরুতে একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিনোদন জগত থেকে দূরে সরে যান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা নেই তাঁর। অসুস্থ হওয়ার আগে এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেছিলেন “আমি এখন একটা চাকরি খুঁজছি। সাংবাদিকতা হোক বা প্রশাসনে, যেটাই পাই, সেটা নেব।”