অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
চার বছর পর আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে আফগানিস্তানের নারী ফুটবল দল। তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর ২০২১ সালে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ করা হলে দেশের বহু নারী ফুটবলারই জীবন বাঁচাতে দেশ ছেড়ে আশ্রয় নেন অস্ট্রেলিয়ায়। দীর্ঘ অপেক্ষার পর ফিফার অনুমোদনে সেই শরণার্থী ফুটবলারদের নিয়েই গঠিত হয়েছে নতুন দল— ‘আফগান উইমেন ইউনাইটেড’।
রোববার মরক্কোয় অনুষ্ঠিত ফিফার আয়োজিত চার দলীয় টুর্নামেন্ট ‘ফিফা ইউনাইটস: উইমেন’স সিরিজ’-এ প্রথম ম্যাচে মাঠে নামে আফগান নারীরা। ম্যাচে আফ্রিকার দেশ শাদের বিপক্ষে ৬-১ গোলে হারলেও তাদের এই ফিরে আসাই যেন আসল জয়।

স্কটিশ কোচ পলিন হ্যামিলের তত্ত্বাবধানে গড়া দলটির হয়ে মেলবোর্নে থাকা ফরোয়ার্ড মানোজ নূরি পেনাল্টি থেকে আফগান উইমেন ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাচের শুরুতে। তবে পরে শাদ ছয় গোল শোধ করে জয় নিশ্চিত করে নেয়। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আরও দুই দল— তিউনিসিয়া ও লিবিয়া।
ম্যাচের আগে আফগান দলের অধিনায়ক ফাতিমা হায়দারি বলেন, “এটাই ছিল আমাদের বহু দিনের স্বপ্ন— নারী হিসেবে আমাদের অধিকার ফিরে পাওয়া এবং দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া।” তিনি আরও বলেন, “আমরা ফিফার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তারা আমাদের দেখানোর সুযোগ দিয়েছে যে নারীরা কী করতে পারে।”
আগামী বুধবার আফগান উইমেন ইউনাইটেড মুখোমুখি হবে তিউনিসিয়ার, আর শনিবার তাদের শেষ ম্যাচ লিবিয়ার বিপক্ষে। টুর্নামেন্টটি মূলত সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল, কিন্তু আফগান দলকে সে দেশে প্রবেশের অনুমতি না মেলায় শেষ মুহূর্তে আয়োজক স্থান বদলে মরক্কোয় নিয়ে যাওয়া হয়।
চার বছরের নিষেধাজ্ঞা ও নির্বাসনের পর মাঠে ফেরাটা তাই শুধু একটি ফুটবল ম্যাচ নয়— এটি আফগান নারীদের প্রতিরোধ, সাহস ও নতুন শুরুর প্রতীক।