অক্টোবর ১০, ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব গত মাসেই শেষ হয়েছে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। এবার তারা মূল পর্বের প্রস্তুতি শুরু করছে। ২০২৬ বিশ্বকাপে চোখ রেখে আজ সিউলে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে।
ব্রাজিলের জন্য এশিয়া সফরের ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। কার্লো আনচেলত্তি দায়িত্বে নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপে তুললেও এখনও সঠিক কম্বিনেশন দাঁড়ায়নি। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রতি ম্যাচেই নানা খেলোয়াড় ডেকেছেন, নানা কম্বিনেশনে খেলানোর চেষ্টা করেছেন। পরীক্ষা-নিরীক্ষায় খুব বেশি স্বস্তি মেলেনি ইতালিয়ান কোচের।
সর্বশেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে তার দল। এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া পরীক্ষায় আবার চোটের কারণে রাফিনহা, মার্কিনহোস, অ্যালিসন বেকারকে পাচ্ছেন না কোচ। তবে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো ফিরেছেন। আছেন গত ম্যাচ মিস করা ম্যাথিউস কুনিয়াও।
ব্রাজিল বস আনচেলত্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার ঘোষণা দিয়েছেন। চার ডিফেন্ডার ও চার অ্যাটাকার নিয়ে খেলবেন তিনি। মিডফিল্ড সামলাবেন দু’জন। রক্ষণে এদের মিলিতাও ব্রাজিলের জার্সিতে ফিরতে যাচ্ছেন লম্বা সময় পর। সেন্ট্রালে তার সঙ্গী হবেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েস।
ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস ও ম্যাথিউস কুনিয়ার থাকার সম্ভাবনা জোরালো। শুরুর একাদশে রদ্রিগো থাকবেন কিনা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাইট উইঙ্গে তরুণ এস্তেভাওকে দেখা যেতে পারে। স্ট্রাইকার পজিশনে জোয়াও পেদ্রোকে রেখে কুনিয়া খেলতে পারেন প্লে মেকার বা নাম্বার টেন পজিশনে। আর মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গী হতে পারেন ব্রুনো গিমারেজ।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো (গোলরক্ষক), ভ্যান্ডারসন, মিলিতাও, মাঘালহায়েস, ডগলাস সান্তোস, গিমারেজ, কাসেমিরো, কুনিয়া, ভিনিসিয়াস, এস্তেভাও, জোয়াও পেদ্রো।