এপ্রিল ১৮, ২০২৫, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
তিন বছর আগের সেই টিপ–কাণ্ডের ঘটনায় তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদ্দারসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। ওই ঘটনার পর বরখাস্ত হওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল নাজমুল তারেক বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সিএমএম আদালতের বেঞ্চ সহকারী তানভীর খান।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় লতা সমাদ্দারসহ বেশ কয়েকজন অভিনেতা–অভিনেত্রীর নাম রয়েছে। তাদের মধ্যে আছেন সুবর্ণা মুস্তাফা, সায়মন সাদিক, আনিসুর রহমান মিলন ও জ্যোতিকা জ্যোতি।
নাজমুল তারেক মামলায় উল্লেখ করেন, টিপ পরার ঘটনায় তাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও বক্তব্য প্রচার করা হয়েছে। এর মাধ্যমে পেশাগত ও সমাজজীবনে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
২০২২ সালের এপ্রিলে রাজধানীর ফার্মগেটে নাজমুল তারেক টিপ পরা নিয়ে লতা সমাদ্দারকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। লতা সমাদ্দারের অভিযোগের পর নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতির আদেশ চ্যালেঞ্জ করে নাজমুল তারেক প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। একই সঙ্গে চাকরি ফেরত চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদনও করেন তিনি।
টিপ–কাণ্ডের ঘটনায় চাকরি হারানোর পর নাজমুল তারেক নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ঘটনায় কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।