সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৫, ০৭:৪৪ পিএম

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪

ছবি: সংগৃহীত

খুলনা নগরের একটি বাড়িতে রাতের বেলা ঢুকে সমন্বয়ক পরিচয়ে ওই বাড়ির এক ভাড়াটিয়ার কাছে চাঁদা দাবি করে চার শিক্ষার্থী। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে চারজনকে আটক করে।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বয়রার আজিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার, ১৮ এপ্রিল সকালে এ ঘটনার পর চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন বাড়িটির ভাড়াটিয়া ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর থানার বাগমার এলাকার সিটি কলেজের শিক্ষার্থী মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার বাগেরহাট পিসি কলেজের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী সালাউদ্দিন ও শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “ইখতিয়ার ওই বাড়িতে অনলাইনে জুয়ার ব্যবসা করছেন, এমন অভিযোগ করে ওই চারজন রাতে তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় দুই লাখ টাকা দাবি করে তাকে মারধর করে ওই শিক্ষার্থীরা। চাঁদা না দেওয়ায় এক পর্যায়ে ঘর থেকে স্বর্ণালংকার লুট করা হয়। এ সময় ইখতিয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে চার শিক্ষার্থীকে আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।”

ইখতিয়ার জানান, তিনি শেয়ার মার্কেট, ট্রেডিং এবং গ্রাফিক ডিজাইনের কাজ করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বয়রা এলাকায় ডাকাত পড়েছে শুনে তারা যান। পরবর্তীতে সেনাবাহিনীর সাহায্য নিয়ে চারজনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন বাদি হয়ে আসামিদের নামে মামলা করেছেন।”

Link copied!