বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৫, ০৮:০৯ পিএম

বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরলে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ভবেশ চন্দ্র রায় (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।

অপহরণকারীদের পাঠানো ভ্যান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি উপজেলার শহরগ্রাম ইউপির বাসুদেবপুর গ্রামের মৃতঃ তারকানন্দ রায়ের পুত্র।

ভবেশের স্ত্রী শান্তনা রানীর অভিযোগ, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানীয় বিএনপির নেতা রতন, মুন্না, আতিউরসহ আরো কয়েক জন দলবদ্ধভাবে মোটর সাইকেলে করে ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। রাত ৮টার দিকে নাড়াবাড়ী বাজারে পিটিয়ি পিটিয়ে তাকে আহত করে। এরপর তাকে রাত ১০ টার দিকে মুমূর্ষ অবস্থায় একটি ভ্যান যোগে বাড়ীর পাশে স্থানীয় ফুলবাড়ি হাটে পাঠিয়ে দেয়।

এরপর পরিবারের লোকজন খবর পেয়ে ভবেশকে ওই অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, রাতেই ভবেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত ব্যক্তির পরিবার।

Link copied!