আজও করোনায় মৃত্যু ৪, বেড়েছে সংক্রমণ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২১, ০১:২৮ এএম

আজও করোনায় মৃত্যু ৪, বেড়েছে সংক্রমণ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টাতেও মারা গেছেন ৪ জন। তবে একই সময়ে আগের দিনের তুলনায় সংক্রমণ কিছুটা বেড়েছে। আগের দিন ২২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ২৩৪ জন।

এদিকে, নতুন সংক্রমণের পাশাপাশি বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ১ দশমিক ৩২ শতাংশ।

রবিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনূস সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৮টি।

এ সব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৭ হাজার ৮৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। নতুন ও পুরনো মিলে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৭০০টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪৯০টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৫১ হাজার ৮৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৯ লাখ ৬২ হাজার ৪০১টি।

Link copied!