জুন ১২, ২০২৩, ১২:০৩ এএম
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে দুই বছর সাজা ভোগ করার পর শর্তে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফের) এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহল থেকে ‘ঈদের আগেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন’ বলে প্রচারিত খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে দেন আইনমন্ত্রী।
এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তার (খালেদা জিয়া) শাস্তি স্থগিত রেখে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সম্প্রতি একটি গুজব শুনেছি যে, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে একটি ফাইল নাকি আইন মন্ত্রণালয়ে চলে এসেছে। অথচ, আমার মন্ত্রণালয়ে এ রকম কোনো ফাইল আসেনি।“ খালেদা জিয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি জানান।
আইনমন্ত্রী আরও বলেন, “খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।”
আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বাংলাদেশ অপমানিত হয়েছে বলেও মন্তব্য করেন আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, “মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, আমরা এই ভিসানীতিতে অপমানিত হচ্ছি। এটি যেন শুধু একটি দলের বিপক্ষে প্রয়োগ করা না হয়। এটি যেন নিরপেক্ষভাবে হয়। এই ভিসানীতি হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের একটি নীতি। এটা যদি সুষ্ঠুভাবে প্রয়োগ তারা করেন তাহলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু তারা যদি এটা শুধু একটা দলের বিরুদ্ধেই ব্যবহার করেন, তাহলে অবশ্যই আমাদের এই ব্যাপারে আপত্তি আছে।”
ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফের) সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ সরোয়ার হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াত সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই। উচ্চ আদালতেও এই বিষয়ে বিচার চলমান “ জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে ঘোষণা করতে সংসদে শিগগিরই আইন পাস হবে বলেও তিনি জানান।