বাণিজ্য, বিনিয়োগ ও সামরিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ‘উচ্চ পর্যায়ের’ সংলাপে বসেছে বাংলাদেশ ও সৌদি আরব।
বুধবার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া এই ‘রাজনৈতিক পরামর্শ সভায়’ সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রতিনিধি দলের।
কূটনৈতিক সূত্র বলছে, প্রথম রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে।
যৌথ পরামর্শ সভায় বসার আগে সেখানেই একান্ত বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় আলোচনায় বিনিয়োগসহ অবধারিতভাবে সৌদি আরবের শ্রম বাজার নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের শ্রম বাজারের ইস্যুটি থাকেই। তাছাড়া আমরা তাদের কাছ থেকে বিনিয়োগ চাই।”দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আলোচ্যসূচিতে থাকছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি অভিযান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আলোচনায় তুলতে পারে সৌদি আরব।
সৌদি আরবে যাওয়া অন্তত ৬৮ হাজার রোহিঙ্গা ঢাকা-রিয়াদ সম্পর্কে একধরনের অস্বস্তি তৈরি করেছে। কয়েক বছর ধরে বিভিন্ন পর্যায়ের আলোচনায় সৌদি বিষয়টি সমাধানের কথা তুলেছে। আজকের বৈঠকে সৌদির পক্ষ থেকে বিষয়টি আলোচনায় তোলা হবে বলে মনে করছেন বাংলাদেশের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
রাজনৈতিক সংলাপের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।
পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর বছিলায় আরবি ভাষাশিক্ষা কেন্দ্র স্থাপন অনুষ্ঠানে ভার্চু৵য়ালি অংশ নেবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফয়সাল বিন ফারহান সৌজন্য সাক্ষাৎ করবেন।