গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া চলছে প্রতিটি কেন্দ্রেই। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটি কেন্দ্র।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারই প্রথম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সব কটি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে।
ভোর থেকেই কেন্দ্রগুলোতে দেখা যায় লম্বা লাইন। ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন তারা। তবে ইভিএমে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান কিছু নারী ভোটার।
গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার আর নারী ৫ লাখ ৮৬ হাজার, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন। ভোটকেন্দ্র ৪৮০টি। মেয়র পদে লড়ছেন ৮ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর ২৪৬ আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৭৯ জন প্রার্থী।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে পাঁচটি দল। তিন স্বতন্ত্রপ্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন আট মেয়র প্রার্থী। বিএনপিসহ তাদের সমর্থনকারীরা ভোট বর্জন করেছেন।
মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।