মে ৭, ২০২৩, ০৭:০১ পিএম
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড-বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
রবিবার ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তিনি গণমাধ্যমকে জানান।
তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন উল্লেখ করে আলমগীর হোসেন জানান, “ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শুরু করে গত ২৮ এপ্রিল। ৫ মে প্রথম পরীক্ষা শেষ হয়। রবিবার দ্বিতীয় স্তরের দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করে প্রচুর পরিমাণ গ্যাস মজুত রয়েছে বলে নিশ্চিত হয়েছেন তারা।”
বাপেক্সের এই ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক বলেন, ধারণা করা যাচ্ছে এখানে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) বা তারও অধিক গ্যাস মজুত রয়েছে।” এমনটি হলে এখান থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলেও তিনি জানান।