আগস্ট ১৬, ২০২২, ০৯:০৮ এএম
দেশের মানবাধিকারের চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়েছেন ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। একই সঙ্গে সুশীল সমাজকে ‘স্পেস’ সৃষ্টি করারও আহবান জানান তিনি।
সোমবার রাজধানীতে সুশীল সমাজের সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই টুইট বার্তায় মিশেল ব্যাচলেট এসব কথা বলেন। ওই বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরা গণতন্ত্র, ডিজিটাল নিরাপত্তা, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (বিএলএসটি) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও মানবাধিকার কর্মী খুশি কবিরসহ সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের ২০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বৈঠক প্রসঙ্গে খুশি কবির গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কী, সে বিষয়ে কথা হয়েছে। ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। আর কোথায় কোথায় দুর্বলতা আছে, কোন কোন বিষয় ঠিক করতে হবে, সেটাও তুলে ধরেছি। সব মিলিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
মানবাধিকার ক্ষেত্রে কাজ করার সুশাসন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বেল ‘র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার কীভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কথা হয়েছে। এছাড়া গণতন্ত্র, ডিজিটাল নিরাপত্তা, জবাবদিহিতা ও পরিবেশগত বিষয়েও আলোচনা হয়েছে।
দেশে বিভিন্ন সময়ে যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক’র প্রতিনিধি সানজিদা ইসলাম তুলি অংশগ্রহণ করেন।
তুলি গণমাধ্যমকে বলেন, “আমরা আমাদের স্বজনদের খুঁজে পেতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি করেছি। এখন পর্যন্ত ৬০০ জনের বেশি গুম ও খুনের শিকার হয়েছেন। যারা জীবিত আছেন, তাদের আমরা ফিরে পেতে চাই। যারা খুন হয়েছেন, তাদের মরদেহ ফেরত চাই। জবাবদিহি ও বিচারের স্বার্থে স্বাধীন নিরপেক্ষ তদন্ত আমাদের দাবি।”
এর আগে, সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মিশেল ব্যাচেলেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি সেখানে তাকে স্বাগত জানান। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে গত রবিবার ঢাকায় আসেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।
এরই মধ্যে তিনি সরকারের চারজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে গুম, খুন, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে জানতে চেয়েছেন।
মিশেল ব্যাচলেট বর্তমানে কক্সবাজার সফর করছেন। রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা করারও কথা রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের।