মার্চ ১২, ২০২২, ১২:১৩ পিএম
করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী চলার মধ্যেই সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা মোকাবিলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস’র।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টির পর অন্যরা মদত দেয়ায় বিশ্বব্যাপী একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।”
সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় সেখানে বসবাসরত প্রবাসী বাঙালীরা। একইসঙ্গে দুবাই, আবুধাবি ও রাস আল খাইমা শহরে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে সফরকালীন আবাসস্থল থেকে ওইসব অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।
যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা মোকাবেলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, “করোনার সময় আমি আহ্বান করেছিলাম যে যা পারেন চাষ করুন, ফসল ফলান। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। যে কোন দুর্ঘটনা বা অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী, খাদ্যের অভাব দেখা দিতে পারে। দ্রব্যমূল্য বাড়তে পারে। কিন্তু উৎপাদন বাড়িয়ে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করতে পারলে খুব বেশি সমস্যা হবে না।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি এভাবে করতে পারি বিশ্বব্যাপী যতই অর্থনৈতিক মন্দা আসুক, খাদ্য ঘাটতি আসুক বাংলাদেশের মানুষের কোনো কষ্ট হবে না। আমাদের সব সময় নিজের ব্যবস্থাটা রাখতে হবে।”
টানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে জানিয়ে প্রধানন্ত্রী বলেন, “দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না।”
এর আগে ভার্চুয়াল মাধ্যমে রাস আল খাইমা শহরে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজের নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কন্যা শেখ হাসিনা। আরব আমিরাতে বাংলাদেশীদের সন্তানদের পড়ালেখার জন্য যে কোন সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।