যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ১২ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২১, ১০:৩৯ পিএম

যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ১২ সেপ্টেম্বর

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আসছে ১২ সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির অবনতির কারণে বেশ কয়েকটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছেন, বন্যাকবলিত ১০ জেলার বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদানের প্রয়োজন নেই। তবে অনলাইনে ক্লাস পরিচালনা করতে হবে। তারা পরে শ্রেণি পাঠদান শুরু করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, দেশের প্রায় ১০টি জেলা প্লাবিত হয়েছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, দেশের বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিগগিরই বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হবে। এছাড়া বন্যায় অনেক বিদ্যালয়ে পানি জমে যায়, সেসব বিদ্যালয়ে ক্লাস হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের কোনও বাধ্যবাধকতা নেই।

পানি উন্নয়ন বোর্ডসহ বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহরের ৩০৭টি প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। শাহজাদপুরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যায় ডুবে গেছে। এখানকার ৮৮টি প্রতিষ্ঠানের মাঠ পানির নিছে। চৌহালীর ২৩টি প্রাথমিক বিদ্যালয়েও বন্যার পানি প্রবেশ করেছে।

কুড়িগ্রামের রৌমারীতে ৪টি স্কুল নদী গর্ভে। বন্যার পানি উঠেছে ৩১টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে।

বগুড়া জেলার সারিয়াকান্দির ৪টি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে। যদিও এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি বন্যায় ৩০টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পানি উঠেছে।

রাজবাড়ীর গোয়ালন্দে ৯ প্রাথমিক ও ১টি হাইস্কুলে বন্যার পানি উঠেছে।

এছাড়া রাজশাহীর বাঘায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪ প্রতিষ্ঠানসহ দেশের আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রিয়ে সংশয় দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে যদি এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পানি না কমে তাহলে পাঠদান শুরু করা সম্ভব নয়।

উল্লেখ, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হতে যাচ্ছে।

Link copied!