জুলাই ১৪, ২০২২, ০৩:৪২ পিএম
বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে রিজার্ভ চুরির ঘটনায় ফিলপিন্সের অন্যতম প্রধান ব্যাংক রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।
গত ৩০ জুন ফিলিপিন্সের আদালত ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তার কপি কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠিয়েছে ফিলিপিন্স কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সিরাজুল ইসলাম বলেন, “আমাদের বিরুদ্ধে যে মানহানি মামলা ওই দেশের আদালতে আরসিবিসি করেছিল তা খারিজ করে দিয়েছে দেশটির আদালত। ওই দেশের আদালত বলেছে, বাংলাদেশ ব্যাংককে বিচারের আওতায় আনার এখতিয়ার ফিলিপিন্সের ওই আদালতের নেই। আর এই রায়ের নথিপত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারা পাঠিয়েছে। আমরা তাদের পাঠানো নথিপত্র পেয়েছি।”
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে ২০১৯ সালের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, ওই অ্যাকাউন্টগুলোর ওপর আরসিবিসি এবং এর সিনিয়র কর্মকর্তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কী ধরনের অপরাধ হচ্ছে জেনেও অ্যাকাউন্ট খোলা, বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর এবং পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়গুলো ঘটতে দিয়েছে।
বাংলাদেশ মামলা করার দুদিনের মাথায় ৬ মার্চ ফিলিপিন্সের সিভিল কোর্টে আরসিবিসির পাল্টা ওই মানহানির মামলা করে। ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয় সেখানে।