করোনা ভাইরাস মহামারির কারণে চার মাস ধরে বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে আবারো চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট।
বুধবার (১ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল বন্ধ রয়েছে। গত ৪ আগস্ট এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এ প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত। প্রাথমিকভাবে ফ্লাইটগুলো পরিচালনা করবে এয়ার ইন্ডিয়ার পাশাপাশি স্পাইজেট এবং ইন্ডিগো এই তিনটি ভারতীয় এয়ারলাইন্স।’
এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম “এই সময়” এক প্রতিবেদনে জানিয়েছে, গত রবিবার ভারত এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল আবার শুরু হওয়ার কথা ছিল। যদিও বিশেষ কারণের জন্য এই পরিষেবা চালু হয়নি। কিন্তু এবার দুই দেশের মধ্যে ফের শুরু হতে চলেছে বিমান চলাচল। আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল আবার শুরু হতে চলেছে।
জানা গেছে, নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায়ই ফ্লাইট চলবে। প্রতি সপ্তাহে সাতটি করে ফ্লাইট চলবে।
ভারতীয় আন্ডার সেক্রেটারি অনুপ পন্তের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো- এই তিনটি ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইটগুলো পরিচালনা করবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট ফের শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেবিচক।
গত বছরেও করোনার কারণে দুদেশের বিমান চলাচল বন্ধ হয়ে গেলে এয়ার বাবল চুক্তির মাধ্যমে ফের ফ্লাইট শুরু হয়।