সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০৮:১৮ পিএম

সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। তার নাম মাসুদ রানা (৩৩)। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার গোপালহাটি ঢালানে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা পবা উপজেলার জঙ্গলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নাটোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মাসুদ মোটরসাইকেল চালিয়ে রাজশাহী থেকে নাটোর যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে সন্তানের অসুস্থতার কারণে বাড়িতে আসেন মাসুদ। এরপর সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে তারাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে পুঠিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Link copied!