একনেক সভায় প্রধানমন্ত্রী

‘মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটি কমাতে চেষ্টা করুন’

বিশেষ প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ১২:০৮ এএম

‘মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটি কমাতে চেষ্টা করুন’

সংগৃহীত ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি‍‍’র (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এর কারন চিহৃিত করে এটি কমাতে হবে।”

এসময় প্রধানমন্ত্রী তাঁর সরকারের সংশ্লিষ্ট সকলকে মূল্যস্ফীতি কমাতে উপায় বের করার চেষ্টা করতে নির্দেশ দেন।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের শেষ (১৫ তম)
একনেক সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

একনেকের এ সভায় বৃহৎ অংকের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়া হয়। মোট ১৬ প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লক্ষ টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লক্ষ টাকা। আর বৈদেশিক অর্থ বা প্রকল্প ঋণের পরিমাণ ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লক্ষ টাকা। এসব প্রকল্পের কয়েকটিতে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন প্রস্তাবনা আছে ১৬ কোটি ১৫ লক্ষ টাকা।

একনেক সভায় প্রধানমন্ত্রী বৈদেশিক অর্থ ব্যবহারে বেশি মনোযোগী হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও দেশের ফাইনান্সিয়াল এ্যাকাউন্ট শক্তিশালী হবে।

দেশে গ্রীন এনার্জি ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ এর দিকে অগ্রসর হতে সকল নাগরিক ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারিভাবে কেউ সোলার প্যানেল করতে চাইলে সরকার তাকে সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি কাজে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে। কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার।

এছাড়াও দেশের সব এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নজর দিতে মনযোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেন। নতুন প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করতেও নির্দেশ দেন তিনি।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় পরিকল্পনা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

Link copied!