ঈদের ছুটিতে আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২২, ০৩:৫৫ এএম

ঈদের ছুটিতে আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা

ঈদের ছুটিতে দেশের গুরুত্বপূর্ণ আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট। তবে বেশ কয়েকটি ব্যাংক তাদের এটিএম কার্যক্রম সাময়িক বন্ধ রাখতেও বাধ্য হয় সাইবার হামলার ঝুঁকি থেকে বাঁচতে।

রাশিয়ান হ্যাকাররা সক্রিয়

বিজিডি ই-গভ সার্ট জানায়, ইউক্রেন ও রাশিয়ার চলমান সংঘাতকে কেন্দ্র করে দু’পক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার সংক্রমিত করে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে প্রদত্ত সতর্কীকরণ বার্তা বিশ্লেষণ করে বিজিডি ই-গভ সার্ট দেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পেয়েছে। 

সংস্থাটি জানিয়েছে, এসব আইপি থেকে হ্যাকাররা অপপ্রচার ও ডিস্ট্রিবিউটেড ডিনাইল অব সার্ভিস বা ডিডস হামলা পরিচালনা করছে। 

বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ গণমাধ্যমকে বলেন, এসব আইপিযুক্ত বাংলাদেশি সার্ভারসমূহকে অপব্যবহারের পরিপ্রেক্ষিতে দেশের সংক্রমিত আর্থিক প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সংস্থাসমূহ তাদের নিয়মিত সেবা প্রদানে বাধাগ্রস্ত হচ্ছেন।

এটিএম বন্ধ ছিল বেশ কয়েকটি ব্যাংকের

ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংকসহ বেশ কয়েটি ব্যাংকের এটিএম বুথ সাময়িক বন্ধ ছিল। ঈদের কেনাকাটার আগে এমন অবস্থায় ভোগান্তিতেও পরে গ্রাহকরা। তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয় যে হঠাৎ লেনদেনের চাপ বৃদ্ধি পাওয়ায় সার্ভার স্লো হবার কারনে সাময়িকভাবে এটিএম বন্ধ রাখা হয়েছে।

তবে সাইবার হামলার ঝুঁকি থাকলেও সতর্ক রয়েছে ব্যাংকগুলো উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, হ্যাকাররা সবসময়ই সচেষ্ট থাকে। আর বাহিরের দেশের হ্যাকাররা ঈদের জন্যই বসে থাকে এমনটা নয়। তবে সকল ব্যাংককে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে বলা হয়েছে। আশা করি কোন অপ্রীতিকর অবস্থা হবে না।

Link copied!