প্যান্ডোরা পেপার্সে বাংলাদেশিদের তালিকা আদালতে যাবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৯, ২০২১, ০২:৪৯ এএম

প্যান্ডোরা পেপার্সে বাংলাদেশিদের তালিকা আদালতে যাবে: অর্থমন্ত্রী

প্যান্ডোরা পেপার্সের নথিপত্রে দ্বিতীয় ধাপে যেসব বাংলাদেশির নাম এসেছে তাদের তালিকা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার (৮ ডিসেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রথমে ৪৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা আসে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “সে তালিকা হাইকোর্টে দেওয়া হয়েছে। পত্রিকায় যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে দুদক অনুসন্ধান করে যদি দেখে ঠিক আছে, তাহলে সেই তালিকা আদালতে পাঠানো হবে।” মামলা চলমান থাকায় মতামত দেওয়া যুক্তিযুক্ত হবে না, তাই সবাইকে অপেক্ষা করতে বলেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত,অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে পাচার এবং কর ফাঁকির গোপন জগৎ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এর তৈরি করা প্যান্ডোরা পেপার্সের

দ্বিতীয় দফায় প্রকাশিত নথিতে অন্তত আট বাংলাদেশির নাম উঠে এসেছে। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিদের কেউ কেউ দেশের নামের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও আর্জেন্টিনার দেশের পরিচয়ও ব্যবহার করেছেন। তাদের সব কোম্পানিই  ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত।

প্যান্ডোরা পেপার্স এর আগে প্রথম ধাপে প্রকাশিত নথিতে নেপালের এক ব্যবসায়ীর সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নাম প্রকাশ করেছিল।

প্যান্ডোরা  পেপার্স হচ্ছে আইসিআইজে প্রকাশিত প্রায় এক কোটি ২০ লাখ নথির ডকুমেন্ট। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের, রাজনীতিবিদ ও ক্ষমতাবান ব্যক্তির অর্থ পাচার, কর ফাঁকি ও গুপ্ত সম্পদের তথ্য সামনে এসেছে।

আর আইসিআইজে হচ্ছে ৭০টির বেশি দেশে ২০০ জনেরও বেশি অনুসন্ধানী সাংবাদিক এবং ১০০টি মিডিয়া সংস্থার ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি স্বাধীন আন্তর্জাতিক নেটওয়ার্ক।  সেন্টার ফর পাবলিক ইন্টিগ্রিটি দ্বারা ১৯৯৭ সালে চালু হয়ে সংগঠনটি  ২০১৭ সালের ফেব্রুয়ারিতে একটি সম্পূর্ণ স্বাধীন সংগঠনে পরিণত হয়। এই সংগঠনটি  সীমান্তের অপরাধ, দুর্নীতি এবং ক্ষমতার জবাবদিহির মতো ইস্যুতে কাজ করছে।

Link copied!