দেশে চলা বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপন সহ তাদের অনুষ্ঠান পরিচালনা করায়, বছরে ১২০০ কোটি টাকার বিজ্ঞাপন হারাচ্ছে বাংলাদেশের গণমাধ্যম খাত। একই সাথে সরকারও বছরে তিনশো কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
শনিবার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সম্মেলনে বিদেশি চ্যানেলগুলোর সরকার কর্তৃক গৃহীত উদ্যোগকে স্বাগত জানানো হয়।
সংস্থাটির সিনিয়র সহ সভাপতি এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, 'নীতিমালা ও বিধি অনুসারে বিদেশি চ্যানেলগুলোকে বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট চালানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকার সব পক্ষকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলো। সে অনুসারে ১ অক্টোবর থেকে সরকার আইনটি কার্যকর শুরু করেছে।'
তিনি আরও বলেন, 'আমরা চাই বিজ্ঞাপন পাচার বন্ধ হোক। বিদেশি চ্যানেলগুলোর কারণে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন, সংবাদপত্র, অনলাইনগুলো ১২০০ কোটি টাকার বিজ্ঞাপন খোয়াচ্ছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। এর মধ্যে এক চতুর্থাংশ টাকা সরকারের প্রাপ্য। এ খাতে সংশ্লিষ্টরা সরকারের কাছে যে সময় চেয়েছে তা সরকার কিভাবে দেখবে সম্পূর্ণ তাদের ওপরে নির্ভর করে।’
এদিকে বিদেশি চ্যানেলগুলোর স্থানীয় ডিস্ট্রিবিউটররা সরকারের কাছে সময় চেয়েছে। এ ঘটনায় আগামী চার অক্টোবর থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কোয়াব। তারা দেশীয় টিভি চ্যানেলগুলোর মালিকের কাছে সহায়তা চেয়েছেন।
মোজাম্মেল বাবু বলেন, 'দেশীয় ডিস্ট্রিবিউটরদের ভূমিকা এখানে সামান্য হলেও তারা ক্ষতির শিকার হবেন। এ বিষয়ে দৃষ্টি প্রদানের জন্য সরকারকে আমরা অনুরোধ করছি।'