ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত অস্ত্রসমর্পণ নয়: হামাস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০৪:১২ পিএম

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত অস্ত্রসমর্পণ নয়: হামাস

ছবি: সংগৃহীত

স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না হামাস। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী। আর জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হামলায় ৩৮ ত্রাণপ্রত্যাশীসহ প্রাণ গেছে ৬২ জনের।

গত মাসে ভেস্তে যায় জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা, মিসর ও কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা। সেইসাথে জোরালো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হত্যাযজ্ঞ। তীব্র খাদ্য সংকটে গাজায় দীর্ঘ হচ্ছে অনাহারে প্রাণহানির তালিকা। 

গাজার এক-তৃতীয়াংশ ফিলিস্তিনি খাদ্যহীন অবস্থায় দিনের পর দিন পার করছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের মানবিক ত্রাণ ও সরবরাহ বিভাগের উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান জানান, গাজার পুষ্টিহীনতার মাত্রা এখন দুর্ভিক্ষ সূচক ছাড়িয়ে গেছে। বর্তমানে গাজায় ৩ লাখ ২০ হাজারের বেশি শিশু চরম পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। 

চলতি সপ্তাহে ইসরায়েল সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এসময় যুদ্ধবিরতি আলোচনায় হামাস অস্ত্রসমর্পণে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন স্টিভ উইটকফ। তবে, উইটকফের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস জানায়, স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না তারা। হামাসের দাবি, ইসরায়েল যদি সত্যিকার অর্থে স্থায়ী শান্তি চায়, তবে প্রথমে ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গঠনের অধিকার স্বীকার করতে হবে।

এদিকে জিম্মিরা মুক্ত না হলে গাজায় বিরতিহীনভাবে যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। এসময় আবারও গাজার সাধারণ মানুষের মৃত্যু ও দুর্ভোগের জন্য হামাসকে দায়ী করেন তিনি। সেইসাথে আইডিএফের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি তার।

গাজার বেইত হানুনে হামাস ব্যাটালিয়ন পরাজিত হয়েছে বলে ঘোষণা করেছে আইডিএফ। তাদের প্রকাশিত ভিডিওতে হামাস সদস্যদে আত্মসমর্পণের চিত্র দেখা যাচ্ছে। সেইসাথে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ জব্দেদ দাবি করেছে আইডিএফ।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। গাজায় ব্যবহারের সম্ভাবনা আছেএমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করেনি কানাডা।

Link copied!