ছবি: সংগৃহীত
ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কাছে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। গতকাল শনিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আইএইএর বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থানরত তাদের একটি দল আশপাশে বিস্ফোরণের শব্দ শুনেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখেছে।
আইএইএ এক বিবৃতিতে জানায়, পারমাণবিক কেন্দ্রটি জানিয়েছে যে, শনিবার তাদের একটি সহায়ক স্থাপনায় হামলা হয়েছে। এই সহায়ক স্থাপনাটি পরমাণু কেন্দ্রের সীমানা থেকে এক হাজার ২০০ মিটার দূরে অবস্থিত। আইএইএ দলও ওই দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই বিশ্বব্যাপী উদ্বেগ রয়েছে।
আইএইএ জানিয়েছে যে, তারা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এই কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম পরমাণু শক্তি কেন্দ্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার আক্রমণ ও হুমকির মুখে পড়েছে।