ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০২২ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করছেনে। এর মধ্যে ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ।
বুধবার ৩১ মে ২০২৩ ভার্চুয়াল প্ল্যাটর্ফমে আয়োজিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দওেয়া হয়। শেয়ারহোল্ডারদের অনেকে এতে অংশগ্রহণ করনে।
ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক এ সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক আসিফ সালহে, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, শামরোন আবেদ, ড. মোস্তাফা কে মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর।
ব্যাংকের ব্যবস্থাপনা পরচিালক ও প্রধান নির্বাহী র্কমর্কতা সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের ব্যবস্হাপনার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। কোম্পানি সেক্রেটারী এম মাহবুবুর রহমান, এফসএিস সভাটি পরচিালনা করনে।
সভায় জানানো হয়, ২০২২ সালে সামষ্টিকভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরর্বতী নীট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি র্অজন করে ৬১২ কোটি টাকায় উন্নতি হয়ছে যা পূর্ববর্তী বছর ২০২১ সালে ছিলো ৪৬৫ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংক এককভাবে ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরর্বতী নীট মুনাফা র্অজন করেছে যা ২০২১ সালে ছিলো ৫৫৫ কোটি টাকা।
নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়াতে পর্ষদের অনুমোদন
সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানীর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থকেে বাড়যি়ে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দেন।
একইসাথে, কোম্পানি আইন ১৯৯৪ (সংশোধনী ২০২০) অনুযায়ী ব্যাংকের নিবন্ধিত নাম `ব্র্যাক ব্যাংক লিমিটেড` বদলে `ব্র্যাক ব্যাংক পিএলসি` করারও অনুমোদন দেয়া হয়।