ঢাকার বাতাস আজও বিশ্বে সবচেয়ে দূষিত

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:৫৭ পিএম

ঢাকার বাতাস আজও বিশ্বে সবচেয়ে দূষিত

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঘনবসতিপূর্ণ ঢাকা প্রথম স্থানে এসেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ২৫৪। এ স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” বলে ধরা হয়। গত মঙ্গলবারও ঢাকার অবস্থান ছিল প্রথম, স্কোর ছিল ২৬৯।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‍‍`খুব অস্বাস্থ্যকর‍‍` বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‍‍`বিপজ্জনক‍‍` হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আজ ঘানার আক্রা, ভারতের মুম্বাই ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ১৯১, ১৭৯ ও ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে উঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ প্রধান উৎস ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থানের ধুলা।

Link copied!