বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ঘনবসতিপূর্ণ ঢাকা প্রথম স্থানে এসেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ২৫৪। এ স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” বলে ধরা হয়। গত মঙ্গলবারও ঢাকার অবস্থান ছিল প্রথম, স্কোর ছিল ২৬৯।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে `খুব অস্বাস্থ্যকর` বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে `বিপজ্জনক` হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আজ ঘানার আক্রা, ভারতের মুম্বাই ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ১৯১, ১৭৯ ও ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে উঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ প্রধান উৎস ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থানের ধুলা।