বন্যা: দুর্ভোগে তিস্তাপারের মানুষ, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২৫, ০২:২৮ পিএম

বন্যা: দুর্ভোগে তিস্তাপারের মানুষ, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে

ছবি: সংগৃহীত

কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া তিস্তার পানি কমলেও দুর্ভোগ বেড়েছে নদীপারের মানুষের। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপারে সৃষ্ট বন্যায় পানিবন্দি পরিবারগুলো ঘরে ফিরতে পারেনি এখনও। সেতু প্রতিরক্ষা বাঁধ ধসে পড়ছে। ভাঙন তীব্র আকার ধারণ করায় অনেকে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বেলা ১২টায় তা ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটার পর থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে ভাটি এলাকাগুলোতে বন্যা দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে। তবে শুক্রবার সকাল ৯টায় বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। 

আগামী দু’দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। 

সরেজমিনে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার নোহালী, কোলকোন্দ, লক্ষ্মিটারী, গজঘণ্টা ও মর্ণেয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পাশের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই। ভাঙনের হাত থেকে রক্ষায় কেউ কেউ ঘরবাড়িসহ সংসারের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতু রক্ষায় ৯০০ মিটার বাঁধের প্রায় ৬০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে রংপুর-লালমনিরহাট সড়কসহ ওই এলাকার হাজারখানেক পরিবার। 

স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত দুই বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে নদীতে পানি বাড়া-কমায় সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার জায়গায় ব্লক ধসে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে বাঁধের গায়ে। এতে নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে পড়ছে ব্লগুলো। 

লক্ষ্মিটারী ইউনিয়নের শংকরদহ এলাকার আব্দুল গফুর ও সিরাজুল ইসলাম বলেন, ‘পানির স্রোতে বাঁধের ব্লগুলো ধসে যাচ্ছে। বাঁধটি ভেঙে গেলে সেতুর নিচ দিয়ে আর স্রোত যাবে না। নদীর আলাদা চ্যানেল তৈরি হবে এবং তিন গ্রামের সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।’ এমনিতে বন্যা দেখা দিয়েছে। তার ওপর ভাঙন আতঙ্কে আশপাশের লোকজন উৎকণ্ঠায় রয়েছেন বলেও জানান তারা। 

লক্ষ্মিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, এ ইউনিয়নে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেতু রক্ষা বাঁধের বিষয়ে তিনি বলেন, এর আগে দুই বারের বন্যায় যখন বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এবার যেভাবে পানি এসে বাঁধটিতে সরাসরি আঘাত হানছে তাতে করে উজানে আর একটু বৃষ্টি হলে এই বাঁধ ভেঙে যাবে। এতে পানি এসে সরাসরি আঘাত হানবে লালমনিরহাট-রংপুর সড়কে। এতে সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

মর্ণেয়া ইউনিয়নের তালপট্রি ও নরশিং এলাকায় নিম্নাঞ্চলের পরিবারগুলো পানিবন্দি হওয়ার পাশাপাশি নদীভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ঘরবাড়ি-মালামাল রক্ষায় পরিবারগুলো তা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। বৃহস্পতিবার নরশিং এলাকার আলী হোসেন, জাহাঙ্গির আলম, তোয়াব আলী, আইয়ুব আলী, ছমছেল হক ও মহুবর রহমানসহ অন্তত ২০ পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। 

এলাকার ফারুক মিয়া ও কছিরন বেওয়া বলেন, ‘হামার বাড়িত কোমর পানি, খুব কষ্ট হইচে। হাঁস-মুরগি ও গরু-ছাগল নিয়া বিপদে আছি।’

ভাঙনের শিকার তোয়াব আলী বলেন, ‘চোখের সামনোত ঘরবাড়ি সউগ নদীত চলি যায়, এলাকার মায়া করি লাভ কী! আল্লার নামে যাই, দেকি কোনটে জাগা (জায়গা) হয়।’

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার লক্ষ্মিটারী, কোলকোন্দ ও মর্ণেয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‌‘তিস্তার পানি বাড়া ও কমার সঙ্গে সঙ্গে মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম অংশের বাঁধটিতেও নতুন করে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বন্যায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যা-ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Link copied!